চট্টগ্রাম নগরীর কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ১০টি অবৈধ ঘর উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার ১১ অক্টোবর সকালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে সিডিএ’র পেশকার ফয়েজ আহমেদ জানান,কর্ণফুলীর মইজ্জ্যারটেক হতে কালারপোল যাওয়ার পথে সিডিএ’র টেক পর্যন্ত অবৈধভাবে তৈরি করা প্রায় ১০টি অবৈধ ঘর উচ্ছেদ ও একটি তিনতলা ভবনের বাইরের একটি দেওয়াল ভেঙ্গে দেওয়া হয়েছে।তারা র্দীঘদিন ধরে সিডিএর জায়গা দখল করে বসবাস করে আসছিলো। এ অবৈধ ঘরগুলোর কারণে উক্ত এলাকার পানি চলাচল ব্যাহত হয়ে জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে।উচ্ছেদ করা ওই পথধরে ১ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে।
এসময় সিডিএ’র ইঞ্জিনিয়ার কাজী কাদের নেওয়াজ, ইঞ্জিনিয়ার নির্মল কুমার দত্ত, মিথু চৌধুরী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।