চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা হতে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দে মাস পর রাঙ্গুনিয়া হতে উদ্ধার করেছে র্যাব-৭। এসময় এরফান হোসেন তালুকদার (২১), তারেক সুলতান (৫৩) এবং মোঃ ওসমান গনি (৪০) নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার পুমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
রবিবার ৯ অক্টোবর ২২ ইং বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বলেন, ভিকটিম পাথরঘাটা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ আগস্ট থেকে ভিকটিমের স্কুলের ২য় সাময়িক পরীক্ষা শুরু হয়।২৫ আগস্ট পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হন ওই শিক্ষার্থী। পরবর্তীতে কোতোয়ালী থানায় ভিকটিমের পরিবারের পক্ষ হতে জিডি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে এরফান হোসেন তালুকদার ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে বলে জানতে পারেন ভিকটিমের মা। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের মা এরফান হোসেন তালুকদারকে এজাহারনামীয় ও অজ্ঞাত দুই তিনজনকে আসামি করে ১০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। পরে বিষয়টি র্যাবকে জানানো হয় ভিকটিমের পরিবারের পক্ষ হতে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা ভিকটিমকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। পরে তারা ভিকটিমকে নিয়ে অন্য কোন অজ্ঞাত স্থানে চলে যাওয়ার পরিকল্পনা করছিল। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত এরফান হোসেন তালুকদার (২১), তারেক সুলতান (৫৩) এবং মোঃ ওসমান গনি (৪০) নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।