কর্ণফুলীর নতুন ইউএনও মামুনুর রশীদ

শেয়ার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. মামুনুর রশীদকে পদায়ন করা হয়েছে।  মামুনুর রশীদ এর আগে বান্দরবন জেলায় সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। 

কর্ণফুলী ইউএনও শাহিনা সুলতানাকে বদলির পর ওই উপজেলায় মো. মামুনুর রশীদকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মামুনুর রশীদকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

৩৪ তম বিসিএসের এই কর্মকর্তার নিজ জেলা চাঁদপুর। ২০০৪ সালে তিনি ফরিদগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর পড়া শেষ করেন। এরপর কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) অফিসে সহকারী ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ৩৪ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ