দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩৫০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৫১ জনে দাঁড়াল। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। আর ৬২০ জনের করোনা শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু