জাহাজের মালামাল চুরি করতে গিয়ে ৯ জন আটক, ১২ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-০৭ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় জাহাজের মাষ্টারসহ ০৯ জনকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা।

বুধবার (২১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার টহলদলের সদস্যরা তাদের আটক করে।

তাদের থেকে ১২৫০ কেজি আমদানিকৃত স্ক্যাপ,ওয়ারসীল কাটার যন্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মামলার আসামিরা হলেন – মাষ্টার মো. জসিম উদ্দিন (৪০), ড্রাইভার মো. মোক্তার হোসেন (৩৭), সুকানী মো. নাজমুল হাসান (২৪), মো. রাজিব খলিফা (২৫), করিম উদ্দিন (২২), আব্দুর রহিম (৩০), জাহিদ (২১), কালাম (৩৮), আব্দুল (২৪),মো. ইদ্রিস (৩৫), মো. সাজ্জাদ (২৩) এবং আবু তাহের (২৪)।

এদের মধ্যে মো. ইদ্রিস, সাজ্জাদ, আবু তাহেরের বাড়ির কর্ণফুলীর চরপাথরঘাটায় বাকি আসামিদের বাড়ি চট্টগ্রামের বাইরে বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, পুলিশ সদস্যরা কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-০৭ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় জাহাজের মাস্টার, জসিম উদ্দিনসহ মোট ১১ জনকে হাতেনাতে আটক করে।

বর্তমানে ৯জন আটক সহ মোট ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ