মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

শেয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে শহীদুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হিঙ্গলি ইউনিয়নের চিনকিরহাট এলাকায় যুবলীগ কর্মী আকাশের ওপর হামলা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শহীদুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের পুত্র।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, সন্ধ্যায় আকাশের ওপর কে বা কারা হামলা করার বিষয়টি শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারি সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তবে বিস্তারিত এখনও বলা যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ