কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আট হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
রবিবার দুপুর দেড়টার দিকে বালুখালী ক্যাম্প-৯ এর সি-৬ ব্লকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ১০ নম্বর ক্যাম্পের জি-৩০ ব্লকের আব্দুল্লাহ (২০) ও একই ক্যাম্পের এইচ-১৩ ব্লকের মো. জোবায়ের (২৪)।
৮ এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, জব্দকৃত মাদকসহ আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে মাদকসহ সকল অপরাধ দমনে এপিবিএন সর্বদা তৎপর আছে বলে জানান তিনি।