চট্টগ্রাম বন্দরের নিলামযোগ্য পণ্যভর্তি একটি কন্টেইনার থেকে ৩টি এয়ারগান জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
রোববার (১১ সেপ্টেম্বর) বন্দরের গুপ্তখালের সাউথ কনটেইনার ইয়ার্ডে ইনভেন্ট্রির সময় বন্দুকগুলো পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পাখি শিকারের কাজে ব্যবহৃত এয়ারগান। কোনো শৌখিন প্রবাসী কিংবা বিদেশি নাগরিক নিজের ব্যবহৃত এসব বন্দুক ব্যাগেজের আওতায় বন্দরে এনেছিলেন। খালাসে জটিলতা বা অন্য কোনো কারণে বছরের পর বছর বন্দরেই পড়ে ছিল। বন্দুকগুলোর দু-এক জায়গায় জং ধরলেও মেরামত করলে সচল হতে পারে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনারের ইনভেন্ট্রির সময় তিনটি বন্দুক পাওয়া গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা, কার নামে এসেছে, কে পাঠিয়েছেন, কবে এসেছে বন্দরে ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।