নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে বাংলাদেশের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২২ ইং মিরপুর মডেল থানায় আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইশরাত জাহান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
লিখিত অভিযোগে আল আমিনের স্ত্রী ইশরাত দাবি করেন, অনেক দিন ধরেই তাকে নানা সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন আল আমিন। সর্বশেষ বিগত ২৫ আগস্ট রাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মেরে রক্তাক্ত করে আল আমিন।
লিখিত অভিযোগ পরবর্তী গণমাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিনের স্ত্রী বলেন, আগেও নির্যাতনের অভিযোগে পুলিশের শরণাপন্ন হয়েছিলাম। অনেক দিন ধরেই সে মারধর করে। আগেও পুলিশের সাহায্য চেয়েছি, জিডি করেছি। এবার মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে। দুটি বাচ্চা নিয়ে কোথায় যাব… এজন্য এখানে থানায় এসেছি। ও প্রায়ই একটা মেয়ে নিয়ে বাসায় আসত। ও দাবি করেছে যে ওই মেয়েকে বিয়ে করেছে। কিন্তু আমি কোনো প্রমাণ পাইনি। শুধু ছবি দেখেছি বিয়ের।
মারধর ও যৌতুকের অভিযোগ অস্বীকার করে আল আমিন দাবি করেন, স্রেফ মনোমালিন্য হয়েছে তাদের মধ্যে। মারধর করার তো প্রশ্নই ওঠে না। একসঙ্গে থাকলে তো কত কিছু নিয়েই মনোমালিন্য হয়। ও আমার কাছে দাবি করেছিল যে ওর নামে ফ্ল্যাট লিখে দিতে হবে। আমি এতে রাজি হইনি। এটা থেকেই রাগারাগি হয়েছে। তবে থানায় যাওয়ার মতো কিছু হয়নি। আমার ধারণা, প্রতিবেশি মহিলারা আর আশেপাশের লোকজন ফুঁসলিয়ে ওকে থানায় যেতে বলেছে। মামলা তো আর হয়নি, অভিযোগ করেছে কেবল। তদন্ত কর্মকর্তা এলেই সব প্রমাণ হবে। আর আমাদের মধ্যেও দ্রুতই সব ঠিক হয়ে যাবে। দেখবেন, দু-একদিনের মধ্যে ও নিজেই বলবে যে সব ঠিক আছে, আমরা ভালো আছি।
বাংলাদেশের হয়ে ৭ টেস্ট, ১৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা আল আমিনের বিরুদ্ধে ক্রিকেটেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এসেছে অনেকবার। ২০১৫ বিশ্বকাপ চলার সময় তাকে ফেরত পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। ২০১৬ বিপিএলে গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তাকে পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।এছাড়াও মাঠে অশোভন আচরণের জন্য নানা সময়ে তাকে শাস্তি পেতে হয়েছে।