বুধবার, ১২ মার্চ ২০২৫

নাগালের বাহিরে সবজি, কমছে ডিমের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

অস্বাভাবিক হারে ডিমের দাম বাড়ার পর গত সপ্তাহ থেকেই আবার কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিম আরও ৫ টাকা কমেছে। এর মাধ্যমে দুই সপ্তাহে ডিমের দাম কমলো ডজনে ৩৫ টাকা।

তবে ডিমের দাম কিছুটা কমলেও উত্তাপ সবজির বাজারে। সবজির প্রভাব মুরগি এবং মাছের দামেও। ফলে অস্বস্তিতে ক্রেতারা।

আজ শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারগুলোতে আজ বেশিরভাগ ব্যবসায়ী ডিম বিক্রি করছেন ডজন প্রতি ১২৫ টাকা। গত সপ্তাহে ডিমের ডজন বিক্রি হয়েছে ১৩০ টাকা করে। তবে ব্যবসায়ীরা বলছেন ডিমের দাম আরও কমবে।

এদিকে কেজিতে ৩০ টাকা কমেছে দেশি কাঁচা মরিচের দাম। প্রকার ভেদে ৮০ টাকার মরিচ এই বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এবং দেশি মরিচের উৎপাদন বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে।

গত সপ্তাহে ব্রয়ালর মুরগির দাম কিছুটা কমলেও এ সপ্তাহে দাম অপরিবর্তিত রয়েছে। আজ ব্রয়ালর মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। যা দুই সপ্তাহ আগে ছিলো ২০০ টাকা কেজি। ব্রয়লার মুরগির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। দুই সপ্তাহ আগে ছিল ৩০০ থেকে ৩২০ টাকা।

এদিকে বাজারে নতুন সবজি হিসেবে শিম ও ফুলকপি আসলেও তা সাধারণ ক্রেতাদের নাগালে বাহিরে। চড়া দামে বিক্রি হচ্ছে এই দুই সবজি। পাশাপাশি অন্যান্য সবজির দামও বেশ চড়া। ফলে সবজি কিনতে এসে ক্রেতারা বেশ অস্বস্তিতে পড়ছেন।

২৫০ গ্রাম সিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে কেউ এক কেজি নিলে ১৫০ টাকা রাখা হচ্ছে। এক সপ্তাহ আগে শিমের পোয়া (২৫০ গ্রাম) ৫০ টাকা এবং কেজি ১৯০ টাকা ছিল। আর নতুন আসা ছোট ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

অপরিবর্তিত রয়েছে পাকা টমেটো, গাজর এবং বরবটির দাম। এক কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। বরবটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

দামি এই সবজিগুলোর পাশাপাশি দাম অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজিরও। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, কাঁকরোলের কেজি ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা কেজি, কচুর লতি, ঝিঙা, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।

সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও আলুর। পেঁয়াজ গত সপ্তাহের মতো ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, চাষের কই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, রুই মাছ ৩০০ থেকে ৩২০ টাকায়, শিং মাছ আকার ভেদে ৫০০ থেকে ৬০০ টাকায়, ইলিশ ছোট সাইজ ৮০০ টাকা, মাঝারি ১০০০ থেকে ১২০০ টাকা এবং বড় সাইজ ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অন্যদিকে বড় কাতল মাছ ৩৮০ টাকা কেজি, বড় পাঙ্গাশ ২০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, ট্যাংড়া ৭০০ টাকা, শোল মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকা, আইড় মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা আর মাগুর ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চাকমা দাদু হাতে ৩ বছরের যৌন নিপীড়নের শিকার নাতনি 

রাঙামাটি শহরের উপজাতীয় দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন...

সরকারবিরোধিতা কোনো ‘ফ্যাশন স্টেটমেন্ট’ না: তথ্য উপদেষ্টা

পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ...

নন্দনকাননে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় সোমবার গভীর রাতে রান্নাঘরের গ্যাস...

বান্দরবানের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত -মোঃ শহিদুল্লাহ কাউছার

বান্দরবান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল উপজেলায় পৌরসভা...

পটিয়ায় রাজমিস্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পটিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের একটি ভাড়া বাসা থেকে ফ্যানের...

পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্ব:  বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

 টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে আনোয়ারা উপজেলার বটতলীতে বড়...

আরও পড়ুন

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে হাজারো সংস্কারে লাভ নেই 

দেশের গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গণমাধ্যমের গুরুত্বের কথা জানিয়ে...

কর্ণফুলীর যুবলীগ নেতা তারেক হাসান জুয়েল নগরীতে গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. তারেক হাসান জুয়েল (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার...

রুস্তমহাটে মোবাইল কোর্ট : ১৩ হাজার টাকা জরিমানা 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আনোয়ারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার...

কর্ণফুলীতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের

চট্টগ্রামের কর্ণফুলীতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।  মঙ্গলবার  সকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত...