যারা ইভিএমের বিরোধিতা করছে তারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ বলেন তিনি।
এদিন সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের সাংবাদিকদের বলেন, ইভিএম একটি আধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপির শঙ্কা নেই।
তিনি জানান, আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনের আগেও ইভিএম এ নির্বাচনের দাবি করেছিলো।
নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম এ নির্বাচনের দাবি করলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।