চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারী নির্দেশ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ১০ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জরিমানা বাবদে ২৬ হাজার টাকা আদায় করা হয়।
বৃহস্পতিবার ১৮ আগস্ট ২২ ইং রাত ৮টার পর হতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে ইউএনও মোঃ শাহাদাত হোসেন বলেন, রাত ৮ টার পর দোকান বন্ধ রাখার সরকারের বিশেষ নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বার আউলিয়া ও ভাটিয়ারি এলাকার ৭ দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার মো. আশরাফুল আলম বলেন,সরকারী নির্দেশনা না মানায় সীতাকুণ্ড ও বাড়বকুণ্ড এলাকার ৩ দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে এগিয়ে আসার জন্য উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।