চট্টগ্রাম নগরীর কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মোঃ মহিম ওরফে মহিনকে (২০) নগরীর কোতোয়ালী থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার হেফাজত হতে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার ১৭ আগস্ট দিবাগত রাত ৩ঃ৪০ মিনিটে নগরীর তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোয়ালপাড়া বস্তি এলাকায় রেলওয়ে কর্তৃক উচ্ছেদকৃত খালি জায়গায় গাঁজা কেনা-বেচার জন্য কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে মহিমকে গ্রেপ্তার করা হয়।এসময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আরশাদ উল্লাহ (৫০) ও মমতাজ বেগম (৪০) নামে দুইজন তার কাছে গাঁজা বিক্রি করেছে বলে স্বীকার করে মহিম। ঘটনাস্থল হতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত মহিমের বিরুদ্ধে পূর্বেও ২টি, পলাতক আসামি আরশাদ উল্লাহর বিরুদ্ধে ৩টি ও মমতাজ বেগমের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।