রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার চাপায় পাঁচজন প্রাইভেটকার যাত্রী নিহতের ঘটনায় ক্রেনের চালক, চালকের সহকারী এবং নিরাপত্তায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার ১৭ আগস্ট রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
উল্লেখ্য, সোমবার ১৫ আগস্ট ২২ ইং বিকালে উত্তরায় প্যারাডাইজ টাওয়ারের সামনে ফ্লাইওভারের গার্ডার চাপায় শিশুসহ ৫ প্রাইভেটকারযাত্রী নিহত ও ২ জন আহত হন। ঘটনার পর হতে ঘাতক ক্রেনের চালক, সহকারীসহ নিরাপত্তায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা পলাতক ছিলেন। দূর্ঘটনার রাতেই ক্রেনের চালকসহ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়।