খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ আগস্ট ২২ ইং দুপুর ১১ টায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে জোন অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মঞ্জুরুল কবীর পিএসসি’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় মাটিরাংগা জোন অধিনায়ক পাহাড়ি ও বাঙ্গালিদের মাঝে সম্প্রীতি সম্পর্ক উন্নয়নে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সকল আইনশৃঙ্খলা সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহবান জানান।
এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার (ওসি) তদন্ত আমজাদ হোসেন, গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, ৩৪ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, রেঞ্জ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।