কক্সবাজারের বড় বাজার এলাকায় বেশি মূল্যে ডিম-মুরগি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ১৭ আগস্ট ২২ ইং দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালানো হয়।
অভিযানকালে বেশি মূল্যে ডিম-মুরগি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় হোসাইন অ্যান্ড ব্রাদার্স, মেসার্স রহমান ট্রেডার্স, আরমান পোল্ট্রি ও হোসেন পোল্ট্রিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অনুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।