খাগড়াছড়িতে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন এবং প্রাণনাশেরও হুমকির অভিযোগে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা।
বুধবার ১৭ আগস্ট ২২ ইং খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন মৌসুমী ত্রিপুরা।
মামলা সুত্রে জানা যায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন করে এবং প্রাণনাশেরও হুমকি দেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষিকা মৌসুমী।
মামলার বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ জানিয়েছি। ঘটনার তদন্তে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, মঙ্গলবার ১৬ আগস্ট ২২ ইং খাগড়াছড়ি সদরের শিক্ষা অফিসে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন চাকমা।