চট্টগ্রামের রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ টি আগ্নেয়াস্ত্র, ১১৩ রাউন্ড বুলেট, ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ মোঃ নুরুল আবছার (৪৩), কামরুল হাসান টিটু (৫৫), এবং গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০) নামের ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার ১৭ আগস্ট ভোরে উপজেলার বিভিন্ন জোনে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, পিস্তল,বুলেট-কার্তুজ সহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোঃ আনোয়ার হোসেন এর দিকনির্দেশনায় ও রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন এর নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি দল রাউজান থানার একাধিক স্থানে প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মোঃ নুরুল আবছার (৪৩), কামরুল হাসান টিটু (৫৫) এবং গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০) কে গ্রেপ্তার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে এবং তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ২ টি যুক্তরাষ্ট্র নির্মিত অত্যাধুনিক একে-২২ রাইফেল, ১ টি ইতালি নির্মিত ৭.৬৫ পিস্তল, ১ টি থ্রি নট থ্রি রাইফেল, ১ টি এক নলা বন্দুক, ১ টি এলজি, ৯৫ রাউন্ড একে-২২ রাইফেলের বুলেট (তাজা ৪৫ ও অচল ৫০), ৮ রাউন্ড ৭.৬৫ এমএম বুলেট, ১০ রাউন্ড অজ্ঞাত অস্ত্রের বুলেট ও ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।