রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু নাথ (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৬ আগস্ট (মঙ্গলবার) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঁচখাইন নাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু একই এলাকার সুকুমার নাথের ছেলে।
নিহতের বাবা সুকুমার নাথ জানান, রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে সে ল্যাফটপ ব্যবহার করছিল। সে সময় হঠাৎ ল্যাফটপের তারে স্পর্শ হয়ে চিৎকার দিলে আমি সাথে সাথে তার বিচ্ছিন্ন করি। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, সে আমার পরিবারের একমাত্র সন্তান। অনেক আশা ছিল তাকে নিয়ে। সব আশা শেষ হয়ে গেল।