রেলের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। রেলের ২৫ হাজার জনবল ঘাটতি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ নিয়োগ কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও জয়দেবপুর পর্যন্ত রেলওয়ে স্টেশন সমূহের চলমান উন্নয়নমূলক নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মো. নুরুল ইসলাম সুজন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জয়দেবপুর থেকে টঙ্গী ১২ কিলোমিটার ডাবল রেললাইন চালু করা হবে। তবে রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। যারা রেললাইন পার হচ্ছেন তাদের সচেতনতার সঙ্গেই লাইন পার হতে হবে। রেলক্রসিং পার হতে গিয়ে কেউ দুর্ঘটনার শিকার হলে সেটার দায়িত্ব রেলওয়ে নেবে না।
এ সময় উপস্থিত ছিলেন চলমান প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।