চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ছিনতাইকৃত ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের মাইজভিলা এলাকার মৃত ইউসুফের ছেলে মো.রায়হান (২৯) ও জসিমের বাড়ির সিরাজুল ইসলামের ছেলে রবিউল হোসেন রমিজ (২৫)।
বুধবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন।
তিনি বলেন, আসামিরা প্রথমে তাদের টার্গেট ঠিক করত। তারপর তারা তাদের সুবিধামতো জায়গায় গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। এছাড়া যাত্রীবেশে অটোরিকশাতে উঠে তারা তাদের সুবিধামতো জায়গায় নিয়ে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। আসামিরা সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সিএনজি চালককে টার্গেট করে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত।
তিনি আরও বলেন, আসামিরা নেশা জাতীয় দ্রব্য পান করানোর পাশাপাশি সিএনজি ড্রাইভারকে অজ্ঞান করার জন্য স্প্রে করত।
পুলিশ জানিয়েছেন, গত ২১ জুন রাতে আব্দুল মন্নান প্রকাশ মান্নান সিএনজি অটোরিকশা নিয়ে কোতোয়ালী থানাধীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোডের হোটেল ক্যাফে জামানের সামনে এলে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি অটোরিকশা ভাড়া নিয়ে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যার টেক মোড়ে যায়। অটোরিকশা চালকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে সেখানে চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। তাকে অজ্ঞান করে সিএনজি অটোরিকশা ও গাড়ির কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নেতাজাতীয় দ্রব্য পান করিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সদস্যরা প্রথমে টার্গেট ঠিক করে। তারপর সুবিধামতো জায়গায় গিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই করে। চক্রের সদস্যরা যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় উঠে। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অজ্ঞান করার জন্য সিএনজি অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে কিংবা স্প্রে প্রয়োগ করে ছিনতাই করে থাকে।