চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতকরণের কাজ চলছে। কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
তিনি আরও বলেন, রোববারের (২৪ জুলাই) আগে আর কিছু বলতে পারবো না। যেহেতু আমাদের মেয়ে লাঞ্ছিত হয়েছে, আমরা এ বিষয়ে কোনো ছাড় দেবো না।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন চবি উপাচার্য।
এরআগে চবি ছাত্রীকে যৌন হেনস্তার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ছিল চবি ক্যাম্পাসে। ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেন বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। এতে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন কিছু শিক্ষার্থী।
রোববার (১৭ জুলাই) বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে যৌন হেনস্তার শিকার হন চবির এক ছাত্রী। ওই সময় তার বন্ধুকেও মারধর করা হয়। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।