কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় ৬ জন রোহিঙ্গার প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায়ে একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা মোহাম্মদ ইসমাইল বুধবার ৬ জুলাই আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আসামিরা হচ্ছে-মিয়ানমারের আকিয়াব জেলার ফতুর থানার অনারেং ক্যাম্পের মৃত বদিউর রহমানের পুত্র আবদুল মোনাফ (৬৫), মৃত ওছি উল্লাহ’র পুত্র মোঃ ইসমাইল (৪৭), মৃত শফিকের পুত্র মোঃ নুর হোসেন (৩২), মৃত আলী হোসেনের পুত্র মোঃ হোসেন (২৮), মৃত আবদুল মজিদের পুত্র মোঃ দুদু মিয়া (৪০) এবং মৃত বশত আলীর পুত্র মোঃ আমির (৩৮)।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম।