চন্দনাইশে অভিনব কায়দায় পাচারকালে ২১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সকিনা খাতুন(২৫) নামের এক নারী মাদক কারবারি আটক করেছে পুলিশ।
আজ(৩জুলাই) রবিবার ভোর রাতে উপজেলার গাছবাড়িয়া সড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় বেল্ট করে লুকিয়ে রাখা ২১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ঐ নারী কুমিল্লা জেলার মুরাদপুর দক্ষিন পাড়া আদর্শ সদর এলাকার মৃত আজগর আলীর স্ত্রী।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই খলিলুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।