চট্টগ্রামের চন্দনাইশে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বসত ঘর ভেঙ্গে নিশ্চিহ্ন করে দেয়ার মামলায় আসামি ছোট ভাই রতন কান্তি দাশ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে সৃজন কান্তি দাশ।
এজাহার সূত্রে জানা যায় উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত বেনীমাধব দাশের ছেলে সৃজন কান্তি দাশ নির্মাণাধীন টিনের ঘরের কাজ করা অবস্থায় ছোট ভাই রতন কান্তি দাশ দলবল নিয়ে মারধর করে এক পর্যায়ে চাপাতি দ্বারা হত্যার চেষ্টা করে, সৃজন দাশ জীবন বাঁচাতে পালিয়ে গেলে তার বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ইতিঃমধ্যে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওসি আনোয়ার হোসেন জানান গ্রেপ্তারকৃত ছোট ভাইকে আদালতে প্রেরন করা হয়েছে।