চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। আগের দিন ছিল ১৫ দশমিক ৯৪ শতাংশ। তবে স্বস্তির খবর হলো, এদিনও করোনা রোগে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
সোমবার (২৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬৬ জনের মধ্যে ৫৪ জন নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলার বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আরো পড়ুন:করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আতঙ্কিত নই, চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী
এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ০১২ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৪৪৯ জন এবং ৩৪ হাজার ৫৬৩ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।