চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের এস আলম পাওয়ার প্ল্যান্টেই (কয়লা বিদ্যুৎ প্রকল্প) তারপিন তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুনে হাত-পা ঝলসে গেছে শাহাদাত হোসেন (২২) নামে কর্মরত এক শ্রমিকের।
আজ শনিবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটায় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কাজের একপর্যায়ে তারপিন তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে শাহাদাত হোসেনের দুই হাত ও পা ঝলসে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গণ্ডামারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ লিটন চাকমা বলেন, বিকেলে কয়েকজন শ্রমিক প্রকল্প এলাকায় গ্রান্ডিংয়ের কাজ করছিল। কাজের একপর্যায়ে তারপিন তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে সাহাদাত হোসেন নামে এক শ্রমিকের দুই হাত ও পা ঝলসে যায়।
এ বিষয়ে জানতে গণ্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
প্রসঙ্গত, মো. সাহাদাত হোসেন গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার শাই-ফকির বাড়ির বাসিন্দা। তিনি ওই প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।