চট্টগ্রামের বাঁশখালীতে আড়াই হাজার ইয়াবাসহ মুহাম্মদ নুরুন্নবী প্রকাশ বাবুল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার পুইঁছড়ি প্রেম বাজারের দক্ষিণ পার্শ্বের ফুটখালী ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুন্নবী প্রকাশ বাবুল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের উলা চামারী এলাকার নুর হোসেনের পুত্র।
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।