ফটিকছড়ির ভূজপুর ইউপি নির্বাচনের দুই দিন পূর্বে ইভিএমের পরীক্ষামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ কার্যক্রম। ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রের সবকটিতে একযোগে অনুষ্ঠিত হয় এ ভোট গ্রহণ।
ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট প্রয়োগে ভোটারদের প্রশিক্ষণ দিতে ডামি ভোটের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। সকাল থেকে ভোটাররা আনুষ্ঠানিক ভোটের ন্যায় স্বতঃস্ফুর্ত ভাবে নকল এ ভোটে অংশ নেয়।
একই সাথে প্রতিটি কেন্দ্রের জন্য নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষামূলক ভোট গ্রহণে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মাকর্তা দেবাশীষ দাশ বলেন, যেখানে ইভিএমের প্রথম ভোট, সেখানে পরীক্ষামূলক ভোট গ্রহণ হয়ে থাকে। সে হিসেবে কমিশনের নির্দেশনা মোতাবেক ভূজপুরেও দুই দিন আগে ডামি ভোটের আয়োজন করা হয়েছে। আশা করছি প্রশিক্ষণ পাওয়ার পর ভোট প্রয়োগে ভোটাদের আর অসুবিধা হবে না।
উল্লেখ্য আগামী ১৫ জুন ইভিএম পদ্বতিতে এ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার ২৫ হাজার ১০৮ জন।