চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চার চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শুক্রবার (১০ জুন) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় প্রচারণা ক্যাম্পে বিধি বহির্ভূত উচ্চ শব্দে সঙ্গীত পরিবেশন, প্রতীক হিসাবে আসল মোটরসাইকেল ঝুলানো, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় ছনুয়া ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রচারণা ক্যাম্পের দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণ করে প্যান্ডেলে ব্যবহৃত আলোকসজ্জার সরঞ্জামাদি, শব্দ যন্ত্র, মাইক ও নির্বাচনের প্রতীক হিসাবে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া ছনুয়া বাজারে একজন ভুয়া দন্ত চিকিৎসককে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাঁশখালীতে আজকে পযর্ন্ত অদ্যাবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২১ জন চেয়ারম্যান প্রার্থী ও ২৬ জন সাধারণ সদস্য প্রার্থীকে মোট ৪ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।