চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের মানুষ যে মানবিকতা দেখিয়েছে তা সারাদেশের মানুষকে মুগ্ধ করেছে।
আজ মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেলে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, দুর্যোগপুর্ণ এই সময়ে মানবিকতা কী জিনিস চট্টগ্রামবাসী তা দেখিয়ে দিয়েছেন। সকল শ্রেণি-পেশার মানুষ যেভাবে অসহায় রোগীদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন তা সারাবিশ্বে নজিরবিহীন।
আমরা শুনেছি রক্ত দিতে এসে যাত্রী থেকে টাকা নেননি সিএনজি অটোরিকশাচালক, ফার্মেসির মালিক ফ্রি’তে ওষুধ দিচ্ছেন, দোকানদাররা স্বেচ্ছাসেবকেদের বিনামূল্যে পানি ও খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। এ মানবিকতা এখন পাওয়া বড় দুষ্কর।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) দায়িত্বরত চিকিৎসকের প্রশংসা করে তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে যারাই ছিলেন তারা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এ দুর্যোগপূর্ণ সময়ে শেখ হাসিনার প্রতি ভরসা রাখার জন্য এসময় দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।