হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ফোরকান (৪৬) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ।
শনিবার সকাল ৫ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আজিজুল্লা মুন্সি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ড ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে বেড়াতে আসা অসুস্থ ফোরকান নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। অগ্নিকাণ্ডে বসত ঘরের রক্ষিত মালামাল, পাসপোর্ট, ভিসা, মোটরসাইকেল, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধে নিহত ফোরকান উপজেলা নাঙ্গলমোড়া ইউনিয়নের মোঃ আলীর পুত্র।
অগ্নিকাণ্ডে একই পরিবারের ক্ষতিগ্রস্থরা হলেন, মোঃ মন্জু, মোঃ ফরিদ, মোঃ মাসুম, মোঃ জমির, মোঃ সালাউদ্দিন ও মোঃ রহিম।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিদগ্ধে ফোরকান নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।