বান্দরবানে তিন মায়ানমারের নাগরিককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বান্দরবান জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার (৩১মে) বেলা ১২টায় বান্দরবান জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ,এস,এম এমরান এই রায় ঘোষনা করেন।
আসামীরা হলেন, মায়ানমারের মংডু জেলার থামোসাই পাড়ার চেথৌ মার্মা ছেলে উশেসিং মার্মা (২০) ২.থি হাই মং রাখাইন এর ছেলে নিজোহাই রাখাইন (২৬), ৩.অং থোয়াই মং রাখাইন ছেলে ছনো থং রাখাইন (২০) । তারা সবাই মায়ানমারের মংডু জেলার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে বান্দরবান সীমান্ত বাংলাদেশে অনুপ্রবেশ কালে তাদের গ্রেফতার করা হয় ।এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে ১৯৪৬ সালের বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারার অপরাধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অনাদায়ে আরও ৬মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।