বান্দরবানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী পালন

শেয়ার

যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মত পার্বত্য বান্দরবানেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(DDLG) মোঃ লুৎফুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব বিশ্বাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবির কুমার বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা জান্নাতআরা জুথি,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর বিভিন্ন গানে নৃত্য পরিবেষন ও কবিতা আবৃত্তি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ