চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি মো. সৌরভ হোসেন ও মীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৩ মে) ভোর ৬টা ৫০ মিনিটে হালিশহরের ছোটপুল এবং মিরসরাইয়ের নিজামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— পূর্ব সৈয়দপুর ইউনিয়নের মৃত নূর হোসেনের ছেলে মো. সৌরভ হোসেন (২২) ও মৃত কালামিস্ত্রির ছেলে মো. মীর হোসেন (৫০)।
র্যাব জানায়, জমি থেকে ফসল উঠানোর জন্য ৭ মাস আগে মো. মীর হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয় ঝরনা বেগম। পরে সে টাকা পরিশোধ করলেও লাভ শোধ না করায় ঝরনা এবং তার স্বামী মনছুরকে চাপ প্রয়োগ করে মীর হোসেন। তবুও টাকা না পাওয়ায় গত ১৩ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে মনছুরের উপর হামলা চালায় মীর হোসেন। এতে মনছুর গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মনছুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে তার ছেলে বাদী হয়ে ৮-৯ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।