করোনা ঝুঁকি মোকাবিলায় সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৬ লাখ জনগণের স্বাস্থ্য সুরক্ষা দিতে লকডাউনে মাঠে কঠোর অবস্থানে রয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।
এই কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন আনসার বাহিনী সহ উপজেলা প্রশাসন। সকাল ৬ টায় থেকে বাহিনীদের টহল শুরু হয়।
আজ বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল কোট পরিচালনার সময় সহকারী ভূমি কমিশনার(ভূমি) চট্টগ্রাম নিউজকে বলেন, চলমান লকডাউনে যাতে মানুষ বিনা কারণে ঘর থেকে বের না হয় এজন্য প্রশাসন সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে। অনেক জায়গায় মোবাইল কোটও পরিচালনা করা হয়েছে। সকাল থেকে এই পর্যন্ত মোবাইল কোট চালিয়ে ৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, বিনানুমতিতে কোন অস্থায়ী পশুর হাট বসানো যাবে না। অস্থায়ী পশুর হাট বসাতে যারা আগ্রহী তারা আগামী ৬ জুলাইয়ের বিকাল ৫টার মধ্যেই উপজেলা নির্বাহী অফিসের বারাবর আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য যে,এই বছর সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোন অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। প্রশাসনের অনুমতি বিহীন কোন অস্থায়ী পশুর হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।