এসোসিয়েসন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় হোটেল দি পেনিনসুলার জিনিয়া হলে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়।
আটাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাব এর সভাপতি এস এন মনজুর মোরশেদ মাহবুব,বিশেষ অতিথি ছিলেন আব্দুস সালাম আরেফ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স এন মনজুর মোরশেদ বলেন,পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস।এ মাস মুসলিম উম্মার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।এ মাস পবিত্র কোরআন নাজিলের মাস।মানবসেবার মাধ্যমে আমাদের পূর্ণতা অর্জন করতে হবে।যে যার যার অবস্থান থেকে মানুষকে আন্তরিক সেবা দিতে হবে।আমারা যেহুতু ট্রাভেল এজেন্টের ব্যবসা করি আমাদের ব্যবসায় মানব সেবার একটা সুবর্ণ সুযোগ রয়েছে।এটাকে আমাদের কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে আটব চট্টগ্রাম অঞ্চলের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।