সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: আজ শনিবার (৩ জুলাই) সারাদেশের ন্যায় বিলাইছড়িতে কোভিড-১৯ মোকাবেলা করতে স্বাস্থ্য বিধি মানতে, শারীরিক দূরত্ব বজায় রাখতে ৩য় দিনেও চলছে কঠোর লকডাউন। লকডাউনকে পুরো পুরিভাবে কার্যকর করতে মাঠে রয়েছে পুলিশ প্রাশাসন।
থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী নেতৃত্বে, মাঠে রয়েছেন থানা পরির্দশক (তদন্ত) মো. আব্দুর রউফ এবং এস.আই মো. রুহুল আমিনসহ বিশেষ পুলিশ ফোর্স।
সকলকে দূরত্ব বজায় রাখতে, নিয়মিত হাত ধুইতে, মাস্ক পড়তে নিয়মিত মাইকিং করে পুলিশ প্রসাশনকে সহযোগিতা করে করেছেন উপজেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যগণ।
দিনব্যাপী এই লকডাউনকে কার্যকর করতে,বাজার এলাকা, নলছড়ি, দীঘলছড়ি, ধূপ্যাচর ও বিভিন্ন রাস্তা, মোড়ে মোড়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছেন পুলিশ বাহিনী।
সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ রয়েছে অফিস, দোকান, শপিংমল, হোটেল ও বিবাহ, কোন আয়োজন, আচার-অনুষ্ঠান ও অতি প্রয়োজন ছাড়া সকলযান ও।