পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সংযমের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বেশি বেশি ইবাদত, দোয়া ও বিভিন্ন আমল করেন। এ মাস অনেক বেশি মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস। মহান আল্লাহ তার বান্দার প্রতি এ মাসে অবিরত রহমত বরকত নাজিল করেন। এছাড়া মাগফেরাত ও নাজাত দান করেন।
পবিত্র এই মাসে আল্লাহর দুটি আমল রয়েছে। কালেমার সর্বোত্তম তাসবিহ- لَا اِلَهَ اِلَّا الله ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা এবং বেশি বেশি ইসতেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। আর এসবের কারণ হলো-
কালেমা পাঠ করার কারণ: কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহিদের দিকে ধাবিত করে। সবচেয়ে বড় অপরাধ শিরক থেকেও মুক্ত রাখে মানুষকে। আল্লাহ যে উদ্দেশ্যে যুগে যুগে নবী-রাসূলগণ পাঠিয়েছেন। আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন। এ কারণে পবিত্র কোরআন নাজিলের এই মাসে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়ার জন্যই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করার কথা বলে হয়ে থাকে।
ইসতেগফার পড়ার কারণ: পবিত্র আল-কোরআন সুন্নায় বেশি বেশি তাওবাহ ইসতেগফার পাঠ করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। কারণ, জীবন থেকে গুনাহমুক্ত করার অন্যতম উপায় হচ্ছে তাওবাহ ও ইসতেগফার পাঠ করা। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন- وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللّهَ يَجِدِ اللّهَ غَفُورًا رَّحِيمًا
বাংলা অর্থ: ‘যিনি গুনাহ করেন কিংবা নিজের অনিষ্ট করেন, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়।’ (সুরা নিসা: আয়াত ১১০)ৎ
পবিত্র আল-কোরআনে বলা আছে, ‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না। তবে যারা তওবাহ করে ও সংশোধন হয় তারা ব্যতীত।’ (সুরা নিসা: আয়াত ১৪৫-১৪৬)
এছাড়াও বলা আছে, ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর: আয়াত ৩১)