কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: সরকার ঘোষিত করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের তৃতীয় দিন পর্যবেক্ষণ করতে উখিয়া পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।
শনিবার দুপুর ১ টার দিকে কক্সবাজার থেকে উচ্চ পদস্ত কর্মকর্তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িবহর নিয়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার কুতুপালং বাজারে পৌঁছান তিনি।
সেখানে পৌঁছে উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউন পর্যবেক্ষণের সময় জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী লকডাউন বাস্তবায়নে সবার সমন্বিত উদ্যোগে কঠোর কর্ম তৎপরতা অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী যা চলমান থাকবে।
সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আরিফ,জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনী, পুলিশ বিজিবি র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা গণ এসময় উপস্থিত ছিলেন।