চট্টগ্রামের বাঁশখালীর মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ এপ্রিল) বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উমর ফারুক বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অহেতুক দাম বৃদ্ধি ঠেকাতে এ অভিযান পরিচলনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে, বাঁশখালীর চন্দন স্টোরকে ২ হাজার টাকা, ফখরুদ্দীন স্টোরকে ২ হাজার টাকা, আজিজ স্টোরকে ১ হাজার টাকা, আল্লাহর দান স্টোরকে ১ হাজার টাকা, সামসুল আলম স্টোরকে ৫০০ টাকা, জামাল স্টোরকে ৫০০ টাকা, আল্লার মালিক স্টোরকে ৫০০ টাকা, সুজন স্টোরকে ৫০০ টাকা, গ্রিন চিলি রেস্টুরেন্টেকে ৫০০ টাকা, আল মদিনা হোটেলকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার জন্য পরিচালনা করেছি। সকলকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।