সাম্প্রতিক সময়ের হতাশার পারফরম্যান্স কাটিয়ে বড় জয়ে সমর্থকদের দারুণ উপহার দিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষে চার ম্যাচের তিনটিতে হেরেছিল পিএসজি। তবে রোববার রাতে ঘরের মাঠে লোঁরিয়েকে ৫-১ গোল ব্যবধানে হারিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দলটি।
ম্যাচে পিএসজির পক্ষে মূল নায়ক ছিলেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে পিএসজির করা ৫ গোলেই ছিল তার অবদান। তার মধ্যে নিজে করেছেন জোড়া গোল, বাকি তিনটি অ্যাসিস্ট। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি এবং নেইমারও।
ম্যাচের শুরুর গোল আসে ১২ মিনিটের মাথায়। মেসির ফ্লিক থেকে বল পেয়ে এমবাপ্পে অ্যাসিস্ট করেন নেইমারকে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ২৮ মিনিটের মাথায় নিজেই গোল করেন এমবাপ্পে।
ইদ্রিস গায়ের পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোল ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই এক গোল পরিশোধ করে লোঁরিয়ে। আশরাফ হাকিমির ভুলে সফরকারীর স্ট্রাইকার টেরেম মোফি বল পেয়ে যান। সেখান থেকে ডোনারুমাকে পরাস্ত করে গোল আদায় করে নেন মোফি।
ম্যাচের ৬৭ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। আশরাফ হাকিমির পাস থেকে বল জালে জড়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর এমবাপ্পের দারুণ এক পাস থেকে গোল আদায় করে নেন মেসি। লিগ ওয়ানে এটি মেসির তৃতীয় গোল।
লোঁরিয়ের জালে শেষ গোল দেন নেইমার। এবারও এমবাপ্পের পাস থেকে গোল পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখলো এমবাপ্পে। এমনকি ১৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মতো একাদশে নামা মেসি, নেইমার এবং এমবাপ্পে তিন তারকাই গোল পেলেন পিএসজির হয়ে।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ১২ পয়েন্ট এগিয়ে থাকলো পিএসজি।