Monday, 18 November 2024

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ের হতাশার পারফরম্যান্স কাটিয়ে বড় জয়ে সমর্থকদের দারুণ উপহার দিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষে চার ম্যাচের তিনটিতে হেরেছিল পিএসজি। তবে রোববার রাতে ঘরের মাঠে লোঁরিয়েকে ৫-১ গোল ব্যবধানে হারিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দলটি।

ম্যাচে পিএসজির পক্ষে মূল নায়ক ছিলেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে পিএসজির করা ৫ গোলেই ছিল তার অবদান। তার মধ্যে নিজে করেছেন জোড়া গোল, বাকি তিনটি অ্যাসিস্ট। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি এবং নেইমারও।

ম্যাচের শুরুর গোল আসে ১২ মিনিটের মাথায়। মেসির ফ্লিক থেকে বল পেয়ে এমবাপ্পে অ্যাসিস্ট করেন নেইমারকে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ২৮ মিনিটের মাথায় নিজেই গোল করেন এমবাপ্পে।

ইদ্রিস গায়ের পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোল ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই এক গোল পরিশোধ করে লোঁরিয়ে। আশরাফ হাকিমির ভুলে সফরকারীর স্ট্রাইকার টেরেম মোফি বল পেয়ে যান। সেখান থেকে ডোনারুমাকে পরাস্ত করে গোল আদায় করে নেন মোফি।

ম্যাচের ৬৭ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। আশরাফ হাকিমির পাস থেকে বল জালে জড়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর এমবাপ্পের দারুণ এক পাস থেকে গোল আদায় করে নেন মেসি। লিগ ওয়ানে এটি মেসির তৃতীয় গোল।

লোঁরিয়ের জালে শেষ গোল দেন নেইমার। এবারও এমবাপ্পের পাস থেকে গোল পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখলো এমবাপ্পে। এমনকি ১৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মতো একাদশে নামা মেসি, নেইমার এবং এমবাপ্পে তিন তারকাই গোল পেলেন পিএসজির হয়ে।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ১২ পয়েন্ট এগিয়ে থাকলো পিএসজি।

সর্বশেষ

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার...

নিত্য পণ্যের দাম কমাতে যথাসাধ্য চেষ্টা করছি : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিত্য...

রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘নির্বাচনের...

বিসিবির সর্বোচ্চ পদে পরিবর্তন আসলেও নেই কাজের গতি: ক্রীড়া উপদেষ্টা

শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।...

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে চিকিৎসকদের প্রশিক্ষণ শুরু

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে পঞ্চমবারের মতো দুই সপ্তাহ ব্যাপী...

বৈরী আবহাওয়া:  ৪ দিন চট্টগ্রামে নামবে ঢাকার ফ্লাইট

শীতকালে ঘনকুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

আরও পড়ুন

কাপ্তাই লেকে শুভলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সুবলং চ্যানেল সুইমিং’-এর সাঁতার প্রতিযোগিতা।শনিবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার...

জুলাই শহীদদের নামে ২২০ উপজেলায় হবে স্টেডিয়াম : ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম হবে, সবগুলো...

ঢাকায় যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...

সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা বোনাস বাফুফের  

নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের টানা নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস...