আইপিএলের শুরুর তিন ম্যাচেই এই প্রথমবার হারল চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ব্র্যাবোর্নে গতবারের চ্যাম্পিয়নদের ৫৪ রানে দুরমুশ করে জয়ের সরণিতে ফিরল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১৮০ রান। ১৮ ওভারেই ১২৬ রানে গুটিয়ে গেল চেন্নাই সুপার কিংস। শিবম দুবে ৫৭ ও মহেন্দ্র সিং ধোনি ২৩ রান করেন। রাহুল চাহার তিনটি ও বৈভব অরোরা এবং লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই চার উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ওভারের শেষ বলে দলের ১০ রানের মাথায় আউট হন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ৪ বলে ১ রানে তিনি কাগিসো রাবাডার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ২.২ ওভারে রবিন উথাপ্পা আইপিএলে বৈভব অরোর প্রথম শিকার, ১০ বলে ১৩ রান করে তিনি আউট হন। ১৪ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তৃতীয় উইকেটটি পড়ে ৪.৪ ওভারে ২২ রানের মাথায়। ২ বলে শূন্য রানে বৈভব অরোর বলে বোল্ড হন মঈন আলি। ৫.৩ ওভারে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করেন অর্শদীপ সিং। জাদেজা ৩ বল খেলে খাতা খুলতে পারেননি। ৭.৩ ওভারে ৩৬ রানের মাথায় পড়ে সিএসকের পঞ্চম উইকেট। ২১ বলে ১৩ রান করে ওডিয়ান স্মিথের বলে কট বিহাইন্ড হন অম্বাতি রায়ুডু।
এরপর শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনি দলের অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চালালেও মনে হয়নি চেন্নাই সুপার কিংস হারের হ্যাটট্রিক এড়াতে পারবে। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ১৪.৫ ওভারে দলের ৯৮ রানের মাথায় আউট হন শিবম দুবে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৩০ বলে ৫৭ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলেই ডোয়েইন ব্র্যাভোকে অনবদ্য কট অ্যান্ড বোল্ডের সাহায্যে প্যাভিলিয়নের রাস্তা দেখান লিভিংস্টোন। ১৫ ওভারে সিএসকের স্কোর দাঁড়ায় ৭ উইকটে ৯৮। ১৫.৫ ওভারে ডোয়েইন প্রিটোরিয়াস (৪ বলে ৮) রাহুল চাহারের বলে আউট হন, সিএসকের অষ্টম উইকেট পড়ে ১০৭ রানে। ১৮তম ওভারে রাহুল চাহারের প্রথম বলে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন উঠলে ওয়াইড দেন আম্পায়ার। অভিষেক ম্যাচে জিতেশ শর্মা ময়াঙ্ক আগরওয়ালকে বলেন, রিভিউ নিতে। দেখা যায় ধোনির ব্যাট হাল্কাভাবে ছুঁয়ে বল জমা পড়েছে জিতেশের হাতে। এই রিভিউ নেওয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন সুনীল গাভাসকর। ধোনি ২৮ বলে ২৩ রান করে আউট হতে সিএসকে নবম উইকেট হারায় ১২১ রানে।
রাহুল চাহার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন।লিভিংস্টোন ব্যাট হাতে সর্বাধিক ৬০ রান করার পাশাপাশি ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। বৈভব অরোরা ৪ ওভারে ২১ রান খরচ করে নিলেন ২ উইকেট। কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও ওডিয়ান স্মিথ একটি করে উইকেট দখল করেন।