মহেশখালীতে পবিত্র মাহে রমজান কে পুজি করে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে বাজার মনিটরিং করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
রবিবার (৩ এপ্রিল) উপজেলার পৌরসভা গোরকঘাটা বাজারে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই।
অভিযানে ইউএনও ব্যবসায়ীদের প্রথম বারের মত মৌখিক ভাবে সতর্ক করে বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অবৈধভাবে বৃদ্ধি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সাথে এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইউএনও’র এ অভিযান যাতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও হাট বাজারে অব্যাহত থাকে সে প্রত্যাশাও করেন দ্বীপবাসি।