ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানের আগুনঝরা বোলিংয়ে ইনিংসটা বড় করা হয়নি গুজরাট টাইটানসের। তবে, তাতে অবশ্য লাভ হয়নি। শনিবার রাতে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল গুজরাত।
পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে গুজরাটের দেওয়া ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে দিল্লির ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে। ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করে মুস্তাফিজদের একাই ধসে দেন কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন।
এর আগে শুরুতে টিম সেইফার্টের উইকেট হারালেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিল ক্যাপিটালস। ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট হারানো দিল্লির হাল ধরেন অধিনায়ক রিশভ পন্ত ও ললিত যাদভ। চতুর্থ উইকেটে দুজনের ৬১ রানের জুটিতে জয়টা সহজই মনে হচ্ছিল মুস্তাফিজদের জন্য। তবে ইনিংসের ১২তম ওভারে ললিত রান আউটের শিকার হলে ম্যাচের গতি হঠাতই দিক পরিবর্তন করে। এরপর পন্তকে ফার্গুসন নিজের শিকার বানালে ম্যাচ দিল্লির হাত ফসকে বেরিয়ে যায়। পন্ত ২৯ বলে ৪৩ ও ললিত ২২ বলে ২৫ রান করেন। মাঝে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে গুজরাট টাইটানসের সংগ্রহ ১৭১ রানের বেশি দাঁড়ায়নি। দিল্লির হয়ে ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন টাইগার পেসার।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিলের ৪৬ বলে ৮৪ রানের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় গুজরাট। মুস্তাফিজ ছাড়াও দিল্লির হয়ে দুটি উইকেট শিকার করেন খলিল আহমেদ। অন্য উইকেটটি শিকার করেন কুলদীপ যাদভ।
এর আগে আইপিএলে প্রথমবারের মতো দিল্লির হয়ে মাঠে নামেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মাঠে নেমেই ইনিংস শুরুর প্রথম ওভারে অজি ব্যাটার ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে ফিজ ৭ রানের বিনিময়ে দিল্লির হয়ে প্রথম উইকেটটি শিকার করেন। মাঝের দুই ওভারে ১২ রান দিলেও থাকেন উইকেট শূন্য। এরপর ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।
আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি। কোভিড প্রটোকলের কারণে খেলতে পারেননি মুস্তাফিজসহ বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। মাত্র দুজন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল রিশভ পন্তের দল। তবে তাতেই বাজিমাত। আসরের হট ফেবারিট রোহিতের মুম্বাইয়ের রানের পাহাড় টপকে গেছে দিল্লি। মুম্বাইয়ের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট এবং ১০ বল হাতে রেখেই জয় পায় দিল্লি।