চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২ এপ্রিল) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় ।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ না করে নুডলস ও ম্যাকারনি উৎপাদন করার দায়ে চাকতাই আমিন হাজী রোড এলাকার হিফস এগ্রো ফুড প্রোডাক্ট এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে আইসক্রীম প্রস্তুুত করার অপরাধে শাহ্ আমানত ফুড প্রোডাক্ট নামক দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
একই অভিযানে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাকলিয়াস্থ কালা মিয়া বাজারে দ্রব্যমূল্য মনিটরিং ও মূল্য যাছাই বাচাই করা হয়। সে সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা না টাঙানো দায়ে চার দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।