কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)৩০ মার্চ বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রীজ নামক স্থানে বিজিবি ও চোরাকারবারি মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রীজ নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ১২ টায় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল একজন ইয়াবা চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে টহলদল কর্তৃক আটককৃত চোরাকারবারীর সাথে থাকা বস্তা তল্লাশী করে ৬ কোটি টাকা মূল্যের দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৭১,৬৫,১৯,১০০/- (একাত্তর কোটি পঁয়ষট্টি লক্ষ ঊনিশ হাজার একশত) টাকা মূল্যের ২৩,৮৮,৩৯৭ (তেইশ লক্ষ আটাশি হাজার তিনশত সাতানব্বই) পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৪১,৭৫,৪৮,৬০০/- (একশত একচল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ২১ জন আসামী আটক করে।