চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের সমাজে ভেজাল খাওয়ানোর উদ্দেশে প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু অনেকে জানেনা ব্যবসা খুবই পবিত্র। আমি অনেক বড় বড় ব্যবসায়ী দেখেছি।আবার এও দেখেছি অনেক বড় ব্যবসায়ী বছর শেষে ফতুর। তবে কথায় আছে চোর না শুনে ধর্মের কাহিনী। যারা ভেজালকারী তারা কখনো এসব শুনবে না। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য স্থিতিশীল ও ভেজাল মুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুব বেশি মনিটরিং করা হবে। এতে আমরা সাধুদের স্যালুট জানাবো আর অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২৮ মার্চ) দুপুরে নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষে চসিক আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা সমাজের বাইরের কেউ না। সবাই সমাজের তাই সকলের দায়িত্ব ভেজাল মুক্ত সমাজ গড়তে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। রমজান মাসে ইফতার নিয়ে কোনো ভেজালে চসিক ছাড় দেবেনা। তাই প্রত্যেক কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডের জনগণকে সন্তুষ্ট রাখতে যা যা প্রয়োজন সব সেবামূলক কাজ সঠিকভাবে সম্পন্ন করে নিজেদের সুনাম অর্জনের পদক্ষেপ নিতে হবে। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরদের গ্রহণ করে নিরবচ্ছিন্নভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে এবং সিটি করপোরেশনকে একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানে রূপান্তরে প্রত্যেকের নিজ নিজ অবস্থানে থেকে কর্তব্য কর্ম সঠিকভাবে পালনের জন্য বিশেষভাবে নির্দেশ দেন। মেয়র নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাজার মনিটরিং করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি বলেন, বর্ষা শুরুর আগে নগরের সব খাল থেকে মাটি উত্তোলন করে জলজটের সমূহ সম্ভাবনা দূরীকরণে ব্যবস্থা নিতে হবে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের যে কাজ চলছে এ কাজ বাস্তবায়নকারী সংস্থাকে দায়িত্ব নিয়ে আগামী বর্ষায় যাতে কোনো ধরনের জলজট না হয় সে ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া খুবই জরুরী। মেয়র বাজারে পলিথিন বন্ধের বিষয়ে বলেন, এপ্রিলের মাঝামাঝির পর বাজারে যদি কোনো দোকানে পলিথিন পাওয়া যায় তাহলে, জব্দ করা পলিথিনের মূল্যের চেয়ে দ্বিগুণ জরিমানা করা হবে। যেহেতু ব্যবসায়ীরা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমাদের কাছ থেকে সময় চেয়েছেন তাই আমরা ওই সময়টুকু দিয়েছি।
সভায় বক্তারা বলেন, যারা পণ্য মজদুর করে সংকট তৈরি করে ব্যবসা করতে চায় তারা সত্যিকারের ব্যবসায়ী নয়। যারা এধরনের সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে চসিকের মনিটরিং সেল গঠন করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে হয়তো সুফল পাওয়া যাবে। বক্তারা বলেন, আগে নিজেদের সচেতন হতে হবে তাহলে সব কিছু সম্ভব। ব্যবসায়ীরা যদি ঠিক ভাবে ব্যবসা করেন তাহলে আমাদের বিভিন্ন মনিটরিং দফতর গুলোতে কর্মরতদের চাকরির প্রয়োজন হয় না। পৃথিবীর কোনো দেশে বাজার মনিটরিং করার কোনো প্রয়োজন হয় না শুধু আমাদের দেশে তা প্রয়োজন। বক্তারা রমজান মাসে ইফতার সামগ্রীতে যেন রাস্তার ধুলো বালি না পড়ে সে বিষয়ে রাস্তা মেরামত এবং রাস্তা পরিস্কার করার সময় কর্মীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। চসিকের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মির্জা সায়েম মাহমুদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন, প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র সংরক্ষিত কাউন্সিলর আফরোজ কালাম, কাউন্সিলর আব্দুল মন্নান, ক্যাব চট্টগ্রামের সভাপতি মোঃ নাজের হোসাইন, সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী। বক্তব্য রাখেন বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগন।