চট্টগ্রাম নৌঅঞ্চলে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন

শেয়ার
বানৌজা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে।

আজ ২৬ মার্চ ২০২২ (শনিবার) বাদ ফজর ঘাটির সকল মসজিদে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী বীর শহীদদের রুহের মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উক্ত নৌ অঞ্চলের সকল ঘাটি ও জাহাজে বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।

দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা স্বাধীনতা চট্টগ্রামের ঈসা খান নৌ জেটিতে দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় বিপুল সংখ্যক উৎসুক জনতা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করে। নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল পরিদর্শন এলাকায় সর্বসাধারণের জন্য বাদ্য পরিবেশন করে। এছাড়াও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন নৌবাহিনী মেরিটাইম মিউজিয়াম সকাল ৯ টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ