চট্টগ্রামে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করার দায়ে স্ত্রীসহ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে দুদক চট্টগ্রাম- ১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।দুদক জেলা কার্যালয় ১ এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বন্দর কাস্টমসের সাবেক কাস্টমস এপ্রেইজার আব্দুল মান্নান মজুমদার ও তার স্ত্রী তাসনুভা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলায় তাদের বিরুদ্ধে ১ কোটি ৪২ লাখ ২২ হাজার ৭৪৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ১ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৪০৮ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত আব্দুল মান্নান মজুমদার বর্তমানে পানগাও শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।